নড়াইল জেলায় মোট ৭,৫৯৫৮১জনসংখ্যা বিদ্যমান। এখানে ১টি সদর হাসপাতাল , ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , ৭ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র , ৩২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৬৮ টি ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক আছে।
জেলা সদর হাসপাতালে বহি:বিভাগ , অন্ত:বিভাগ ও জরুরী বিভাগে মেডিসিন, গাইনী, সার্জারী, চক্ষু, অর্থো-সার্জারী, দন্ত , প্যাথলজি, এক্স-রে, রক্তসঞ্চালন বিভাগের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া মাঠকর্মীদের মাধ্যমে জেলায় সকল জনগণকে স্বাস্থ্য সেবা, ইপিআই, স্বাস্থ্য সচেতনার লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয। মাঠকর্মীদের মাধ্যমে যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ, কৃমিনাশক বড়ি বিতরণ, এম,এন,এইচ প্রকল্পের কার্যসাধন, আর্সেনিক, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, ডেংগু, এইডস, সোয়াইন ফ্লু , বার্ড ফ্লু ইত্যাদির ব্যবস্থাপনা করা হয়।
নড়াইল জেলার সরকারী হাসপাতালের তথ্য সমূহ
নড়াইল জেলায় সরকারী ও বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিকের তথ্য পেতেএখানে ক্লিক করুন
|