Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

গোয়াল বাথান মসজিদ

একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে সুলতানী আমলে নির্মিত একটি সুদৃশ্য মসজিদ আছে। প্রায় ৩০০ বছর পূর্বে মুন্সি হযতর তুল্লাহ নামক এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। ১৯৬৪ সনের প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন গর্ভনর মোনায়েম খান এই মসজিদটির প্রাচীনত্বের কথা শুনে সংস্কারের জন্য অর্থ মঞ্জুর করেন। এই মসজিদটি গ্রামের একটি ঐতিহ্যবাহী পুরাকীর্তি। যশোরের প্রখ্যাত রাজনীতিবিদ খান টিপু সুলতানের দাদা বাড়ী এখানে।