চিত্রা নদীর পাড়ে বসেই অনেক শিল্পীর জন্ম হয়েছে। তার একটি বড় উদাহারণ এস এম সুলতান যিনি এই নদীর পাড়ে বসেই ছবি আঁকতেন। তার ও আগে নড়াইলের জমিদার বাবুদের বৌ-ঝি রা এই নদীর বাধাঘাটে গোসল করতে আসতেন । এখনও বর্ষা মৌসুমে নদীতে নৌকা বাইচ উপভোগ করেন হাজারো মানুষ। জেলেরা নদীতে মাছধরে জিবীকা নির্বাহ করে, নদীর পানি গোসলকরা, রান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে দখল আর দূষণে মৃত প্রায় এখন চিত্রানদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: