Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"আগামী ১৪ অক্টোবর রোজ শনিবার চিত্রা নদীতে ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ অনুষ্ঠিত হবে"


কার্যক্রম সমূহ

উপজেলা পরিষদের কার্যক্রমঃ

 

স্থানীয় সরকার অধ্যাদেশের (১৯৮২) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আওতাধীন নিয়ন্ত্রণমূলক কার্যাবলী ছাড়া উপজেলা পর্যায়ে

প্রায় সকল ধরণের উন্নয়নমূলক কার্যাবলী উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত বিষয়গুলো হচ্ছেঃ

 

১। কৃষি-(সম্প্রসারণ, সেবা, উপকরণ সরবরাহ, সেচসহ);

২। প্রাথমিক শিক্ষা;

৩। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এম,সি,এইচ, সকল ধরণের জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক সেবাসহ);

৪। পল্লী পানি সরবরাহ এবং স্বাস্থ্য ব্যবস্থা কর্মসূচী ;

৫। পল্লী পূর্ত কর্মসূচী ;

৬। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী ;

৭। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কর্মসূচী;

৮। সমবায় এবং সমবায়ভিত্তিক- পল্লী উন্নয়ন কার্যক্রম;

৯। মৎস্য উন্নয়ন;

১০। গবাদিপশু উন্নয়ন।

১১। থানা পর্যায়ের সকল ধরনের উন্নয়ন কার্যক্রম/প্রকল্প প্রনয়ণ, বাস্তবায়ন, মূল্যায়ন ইত্যাদি।

১২।ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে থানা উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ।

১৩। ইউনিয়ন পরিষদের কাজকর্মে সহায়তা ও উৎসাহ প্রদান ;

১৪। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ কার্যক্রমকে এগিয়ে নেয়া;

১৫। প্রতিবেশ ব্যবস্থাপনার কাজ।

১৬। ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের প্রশিক্ষণ ।

১৭। উপজেলায় সরকারী নীতি ও কর্মসূচী বাস্তবায়ন।

১৮। ডেপুটেশনের অধীন হস্তান্তরিত বিষয়ের কর্মকর্তাদের কর্মরত কাজের তদারক, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন।

১৯। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা ।

২০। কর্মসংস্থান বৃদ্ধির কার্যক্রমে উৎসাহ প্রদান ।

২১। উপজেলায় সমবায় আন্দোলন সম্প্রসারণ ও বিকাশ।

২২। উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদকে সহায়তা করা ।

২৩। সকল পল্লী পূর্ত কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন।

২৪। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি কার্যক্রম জোরদারকরণ।

২৫। শিক্ষা ও বৃত্তিমূলক কার্যক্রমের বিকাশ।

২৬। গবাদি-পশু, মৎস্য চাষ ও বন সম্পদ উন্নয়ন।

২৭। সরকার কর্তৃক নির্দিষ্ট অন্যান্য কার্য সম্পাদন।