নড়াইল রাইফেল ক্লাব বাংলাদেশ ন্যাশনাল শুটিং ফেডারেশনের একটি জেলা শাখা। এই ক্লাবের মূল উদ্দেশ্যে হচ্ছে অস্ত্র আইন মেনে চলে যথা সম্ভব দুর্ঘটনা সমূহকে এড়িয়ে নিরাপত্তার বিভিন্ন দিক চিন্তা করে প্রয়োজনীয়তা সাপেক্ষে ক্লাবের সদস্য গনকে ও অন্যান্য শুটারগনকে উৎসাহিত করা। জাতীয় অবস্থার প্রয়োজনে লাগতে পারে এ উদ্দেশ্যে নড়াইল জেলা ও এর সন্নিহিত এলাকা সমূহের নাগরিক, সচেতন কলেজ ছাত্র, বিএনসিসি ক্যাডেটগনকে রাইফেল, পিস্তল, রিভলবার, সর্টগান, বিগবোর এবং অন্যান্য আনুসাঙ্গিক ক্ষুদ্রাস্ত্র দিয়ে শুটিং কে লোক প্রিয় করে তোলা। ছোট অস্ত্র দ্বারা লক্ষ্যভেদ নৈপুন্য অর্জনে সংগঠিত করে এবং প্রশিক্ষন প্রদান করে জাতীয় এবংআর্ন্তজাতিক ভাবে শুটিং এ অংশগ্রহণ করার মতো প্রতিযোগী দল প্রেরন করা। এছাড়াও নিয়মিত আন্তঃ ক্রীড়া ও বহিঃ ক্রীড়া সহ নিয়মিত সুটিং মহড়ার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে শুটিং এর প্রতিযোগীতার ব্যবস্থা করা।
নড়াইল রাইফেল ক্লাব
কার্যকরী পরিষদ
কমিটি গঠনের তারিখ : ০৭/০১/২০১৩ খ্রি:।
১। জেলা প্রশাসক, নড়াইল (পদাধিকার বলে ) ......................সভাপতি।
২। পুলিশ সুপার,নড়াইল (পদাধিকার বলে )........................ সিনিয়র সহ-সভাপতি।
৩। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) (পদাধিকার বলে)............সহ-সভাপতি।
৪। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) (পদাধিকার বলে ).............সহ-সভাপতি।
৫। জনাব মো: হুমায়ুন কবীর(খোকন)................................. সহ-সভাপতি।
৬। জনাব মো: আশিকুর রহমান মিকু..................................সহ-সভাপতি।
৭। জনাব এনামুল কবীর টুকু............................................. সাধারণ সম্পাদক
৮। জনাব আব্দুর রশিদ মন্নু...............................................যুগ্ম-সাধারণ সম্পাদক-১।
৯। জনাব মো: তারিক হাসান.............................................যুগ্ম-সাধারণ সম্পাদক-২।
১০। জনাব মো: বোরহান উদ্দিন আহমেদ.............................. কোষাধ্যক্ষ।
১১। এডঃ অচিন কুমার চক্রবর্ত্তী.......................................... নির্বাহী সদস্য।
১২। জনাব মো: আজাহারুল ইসলাম......................................নির্বাহী সদস্য।
১৩। জনাব মো: হাসানুজ্জামান............................................ নির্বাহী সদস্য।
১৪। জনাব মো: জাহাঙ্গীর কবীর......................................... নির্বাহী সদস্য।
১৫। মিসেস শাহনাজ রহমান............................................. নির্বাহী সদস্য।
১৬। জনাব এ বি এম রকিবুল ইসলাম.................................. নির্বাহী সদস্য।
১৭। জনাব অসীম কুমার কাপুড়িয়া........................................নির্বাহী সদস্য।
১৮। জনাব মো: আয়ুব খান (বুলু)..........................................নির্বাহী সদস্য।
১৯। জনাব এস এম আজাদ.................................................নির্বাহী সদস্য।
২০। বেগম সালমা রহমান কবিতা.........................................নির্বাহী সদস্য।
২১। জনাব শরফুল আলম লিটু............................................ নির্বাহী সদস্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস