সাধারণ দায়িত্বাবলীঃ
ক্রমিক নং | দায়িত্বাবলী |
১ | জেলা প্রশাসক জেলায় অবস্থিত ভূমি অফিস ও প্রতিষ্ঠানসমুহের কাজকর্ম তদারক করে থাকেন । |
২ | ‘‘১৯৫০ সালের জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইনের’’ ১৪৩ ধারা অনুসারে ভূমি রাজস্ব এবং ভূমি সংক্রান্ত যাবতীয় রেকর্ড সংরক্ষণ ও হালকরণের দায়িত্ব পালন । |
৩ | সরকারের খাস জমি সংরক্ষণ ও বন্দোবস্ত সংক্রান্ত কাজ । |
৪ | ‘‘১৯৮২ সালের স্থাবর সম্পত্তি হুকুম দখল ও অধিগ্রহণ আইন’’ অনুসারে সরকারি কাজে বা অন্যান্য সংস্থার কাজে ব্যবহারের নিমিত্ত ভূমি হুকুম দখল ও অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় কাজ । |
৫ | ‘‘১৯১৩ সালের সরকারি দাবি আদায় আইন’’ এর প্রথম তফসিলের অমত্মর্ভূক্ত সকল সরকারি দাবী সংক্রান্ত কার্যক্রম গ্রহণ । বিভাগীয় কমিশনারের অনুমোদন সাপেক্ষে এ আইনের দাবি আদায়ের জন্য সার্টিফিকেট অফিসার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম । |
৬ | ভূমি উন্নয়ন কর নির্ধারণ, ভূমি রেকর্ড সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি ) এর আদেশের বিরম্নদ্ধে উত্থাপিত আপীল শ্রবণ । |
৭ | জেলার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিস ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি রেকর্ড সংরক্ষণ, সরকারি খাস জমি বন্দোবসত্ম ইত্যাদি বিষয়ে যথাযথ সরকারি নিয়ম অনুসারে কাজের মান উন্নয়ন ও সেবামূলক দৃষ্টিভঙ্গি জোরদারকরণের ক্ষেত্রে সংশিস্নষ্ট সকলকে নির্দেশ প্রদান । |
৮ | জেলার অমর্ত্মগত সকল হাট-বাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্ব পালন । তবে বর্তমান হাট/ বাজারসমুহ উপজেলা প্রশাসন/পৌরসভা ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সন্দোবসত্ম হয় । |
৯ | ‘‘ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েল-১৯৯০’’ এবং সরকারি নির্বাহী আদেশ অনুসারে জলমহল, বালুমহল, ফেরীঘাট ইত্যাদি ব্যবস্থাপনা । |
১০ | সরকারের মালিকানাধীন কোন সম্পত্তি নিয়ে দেওয়ানী মামলা হলে বা সরকারি সম্পত্তি বেহাত হবার সম্ভাবনার ক্ষেত্রে জেলা প্রশাসক সরকারের পক্ষে দেওয়ানী মামলার পক্ষ হয়ে থাকেন বা মামলা দায়ের করে থাকেন । |
১১ | জেলার সীমানা সংক্রান্ত বিরোধের মীমাংসা করে থাকেন । |
১২ | সরকারি খাস জমি বেদখল হলে তা সরকারের দখলে নেবার ব্যবস্থা গ্রহণ। জেলা প্রশাসক জেলার রাজস্ব সভায় সভাপতিত্ব কনের এবং উক্ত সভা অনুষ্ঠানের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় যাবতীয় সমস্যা চিহৃতকরণ এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস