Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাগরিক সেবা

উপজেলা পরিষদে ন্যস্ত বিভাগসমূহের নাগরিক সেবাসমূহ

 

ক্রমিক

নং

বিভাগের নাম

প্রদত্ত সেবা

১।

এলজিইডি

উপজেলার সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন

২।

স্বাস্থ্য বিভাগ

১। প্রজনন স্বাস্থ্য পরিচর্যা

২। শিশু স্বাস্থ্য পরিচর্যা

৩। সাধারণ রোগসমূহের সীমিত নিরাময়মূলক সেবা প্রদান

৪। যোগাযোগের মাধ্যমে দৃষ্টিভঙ্গি আচরণ বা অভ্যাসের পরিবর্তন

 

৩।

কৃষি বিভাগ

১। জোরদারকরণসহ সার্বিক প্রশাসনিক কাজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজের

    তদারকী,  বিসিআইসি সার ডিলারের তদারকী বিবিধ।

২। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেবা ব্যবস্থাপনা কৃষি খামার, যান্ত্রিকীকরণ বিষয়ে পরামর্শ

    ও মনিটরিং করা ।

৩। ইউনিট ব্লক পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিভাগীয় কাজের তদারকী, কৃষক

    প্রশিক্ষণে সহায়তা দান, প্রদর্শনী ক্ষেত মনিটরিং প্রভৃতি।

৪। কীটনাশক ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন, আই সি এম স্কুল মনিটরিং, মাঠ ফসলের

    বালাই দমনে পরামর্শ দান প্রভৃতি।

৫। কৃষক প্রশিক্ষণে সর্বশেষ কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ ফলন বৃদ্ধিকরণ, প্রদর্শনী

   প্লট স্থাপনা ও ব্যবস্থাপনা।

৪।

পশু সম্পদ দপ্তর

১। গবাদি পশু ও হাস মুরগীর রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে টিকা প্রদান ।

২। অসুস্থ্য গবাদি পশু হাস মুরগীর চিকিৎসা প্রদান

৩। কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশী গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংস

    উৎপাদন বৃদ্ধি।

৪। উন্নত জাতের ঘাস চাষের জন্য কাটিং সরবরাহ।

৫। প্রযুক্তি হস্তান্তরের নিমিওে কৃষক প্রশিক্ষণ, গবাদি পশু ও হাস মুরগীর পালন সংক্রান্ত

    প্রশিক্ষণ প্রদান

৬। গবাদি পশু ও হাস মুরগীর রোগ সংক্রান্ত এলাকা পরিদর্শন রোগ নির্ণয় / নমুনা সংগ্রহ ও

    প্রয়োজনবোধে রোগ অনুসন্ধান কেন্দ্রে প্রেরণ

৭। ব্যক্তি মালিকানায় গবাদি পশু ও হাস মুরগীর খামার স্থাপনে উদ্বুদ্ধকরণ ও

    রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ

৮। প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় জন প্রতিনিধি ও বে-সরকারী সেবামূলক

     প্রতিষ্ঠানের সহায়তা গবাদি পশু

     ও হাস মুরগীর চিকিৎসা, টিকা প্রদান ও ত্রাণ বিতরণ

৯। রোগাক্রান্ত এলাকা চিহ্নিতকরণ ও টিকা দানের ব্যবস্থা করা

১০। ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগী নির্বাচন ঋণ বিতরণ ও ঋণ আদায়   

৫।

মৎস্য বিভাগ

১। মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষের

    পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান

২। মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম

    পরিচালনা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন।

৩। মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরী উপযোগিতা যাচাই ও প্রকল্প

    প্রস্তাব প্রণয়নে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে

    সহায়তা প্রদান

৪। উন্নত জাতের পোনা মাছসহ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরণ  সংগ্রহ ও

    সরবরাহে সহযোগিতা প্রদান

৫। উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট

    প্রেরণ করা ।

৬। মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন ।

৭। মৎস্য মান নিয়ন্ত্রণ ব্যবস্থা  কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অনুমোদিত

   দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্ভূদ্ধকরণ এবং সংক্রমনের উৎস সনাক্তকরণ ও হ্যাসার

   কার্যক্রম বাস্তবায়ন।

৮। আহরণ-উত্তর মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার

    পরিচ্ছন্নতা রক্ষায় উদ্ভদ্ধকরণ।

৯। জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বুদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে

    কলমে প্রদর্শনের লক্ষ্যে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য

    খামার স্থাপন।

১০। মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী

     মৎস্যজীবীদের মধ্যে বিতরণ ।

৬।

প্রাথমিক শিক্ষা বিভাগ

১। শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক কার্যাবলী ও বিদ্যালয় পরিদর্শন।

২। সার ক্লাস্টার প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের নতুন তথ্যের সাথে পরিচয় করানো, 

    শিক্ষকদের সমন্বয় সভা ও বিদ্যালয় পরিদর্শন।

৩। শিক্ষকদের বেতন বিল প্রস্ত্তত, পেনশন, গ্রাচুইটি, বিল প্রস্ত্তত, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি

    বিল প্রস্ত্তত, অর্থ সংক্রান্ত হিসাব সংরক্ষণ ইত্যাদি ।

৭।

মাধ্যমিক শিক্ষা বিভাগ

১। নিম্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

২। বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি

     প্রদান।

৩। শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলা পরিচালনা করা ।

৪। উপজেলা মহিলা শিক্ষক হোস্টেল পরিচালনা করা ।

৫। ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করা ।

৮।

পল্লী উন্নয়ন

সমিতি গঠন, দরিদ্র জনগোষ্ঠীর নিজস্ব পুজি গঠনে সহায়তা প্রদান, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান, বৃক্ষ নোপন এবং উৎপাদনমুখী কর্মকান্ডে ঋণ বিতরণ ও আদায় করা ।

৯।

পল্লী উন্নয়ন (পজীপ)

সমবায়ীদের প্রশিক্ষণ, ঋণ কার্যক্রম, পুজি গঠন ও সর্বাত্মক সহযোগিতা প্রদান ।

১০।

সমাজ সেবা

১। পল্লী  সমাজ সেবা কার্যক্রম এর আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসুচী

২। পল্লী মাতৃকেন্দ্রের কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসূচী

৩। এসিড দুগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ

    বিতরণ কর্মসূচী

৪। বয়স্ক ভাতা কার্যক্রম

৫। মুক্তিযোদ্ধা ভাতা কার্যত্রম

৬। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

৭। প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি কার্যক্রম

৮। বিভিন্ন ধরনের এতিমখানা/এনজিও/ক্লাব রেজিষ্ট্রেশন এর সুপারিশ/সহযোগিতা প্রদান

    করা

৯। কারাবন্ধী শিশু/কিশোরদের মুক্তির লক্ষ্যে টাস্কফোর্স গঠন 

১০। অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান সংক্রান্ত

১১। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচী

১১।

খাদ্য বিভাগ

খাদ্য ব্যবস্থাপনা সচল রাখার জন্য বিভিন্ন দপ্তরের চাহিদা পত্রের অনুকূলে খাদ্য সরবরাহ করা, আপতকালীন মজুদ গড়ে তোলার জন্য খাদ্য শস্য সংগ্রহ এবং তা সুষ্ঠুভাবে সংরক্ষণ করা ।

১২।

সমবায় বিভাগ

১। সমবায় সমিতি নিবন্ধন

২। বিআরডিবি ও সাধারণ সমবায় সমিতিসমূহের প্রতি বছর ১বার করে অডিট সম্পাদন।

৩। সমবায় সমিতিসমূহের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ

৪। সমবায় সদস্যদের প্রশিক্ষণ প্রদান

৫। সমবায় সমিতি সদস্যদের ঋণ দাদন ও আদায়

৬। সমবায় সমিতিসমূহের পরিদর্শন

১০। সমবায় সমিতিসমূহের অডিট ফি আদায় করে সরকারী কোষাগারে জনা প্রদান

১১। আবাসন ও আশ্রয়ণ প্রকল্পে ঋণ দাদন 

১৩।

যুব উন্নয়ন বিভাগ

প্রশিক্ষণ, আত্ম কর্মসংস্থান, ঋণ যুব সংগঠন তালিকাভূক্তি, খাসবদ্ধ জলমহাল ইজারা প্রদান।

 

১৪

পাট উন্নয়ন বিভাগ

তালিকাভূক্ত পাট চাষীদের সময়মত প্রাপ্ত বীজ ও রাসায়নিক সার সরবরাহ ও পাট উৎপাদনের বিভিন্ন পরামর্শ প্রদান।

 

১৫।

পল্লী বিদ্যুৎ সমিতি

লাইন রক্ষণাবেক্ষণ জরুরী অভিযোগ সমাধান, বিদ্যুৎ বিল প্রস্ত্তত, গ্রাহক প্রান্তে বিদ্যুৎ বিল পৌছানো, ক্যাশ কালেকশনপূর্বক ব্যাংকে জমাকরণ।

 

১৬।

জনস্বাস্থ্য বিভাগ

পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ প্রভৃতি ।

 

১৭।

বন বিভাগ

বনায়ন কার্যক্রম, চারা উত্তোলন, চারা বিক্রয় প্রভৃতি।

 

১৮।

পরিসংখ্যান অফিস

বিভিন্ন শুমারী ও জরীপ কাজ এবং ফসল কর্তন ইত্যাদি।

 

১৯।

পরিবার পরিকল্পনা বিভাগ

পরিবার পরিকল্পনা বিষয়ক সকল কার্যক্রম পরিচালনা করা ।