Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Khotian or Porcha


 খতিয়ান বা পর্চা প্রস্তুত ( বিতরণ করা হয় -সেবা কেন্দ্র হতে)

 

আপনি জেনে আনন্দিত হবেন যে, এখন থেকে খতিয়ান বা পর্চা( সিএস/এসএ/আরএস) জেলা প্রশাসকের কার্যালয়,

 

নড়াইলের ‘ই-সেবা কেন্দ্র’ হতে আবেদন করার ৩ কর্মদিবসের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে।

 

এছাড়াও আপনি চাইলে ঘরে বসে অনলাইনে আবেদন করে ডাকযোগে খতিয়ান পেতে পারবেন।

 

আর ৩ কর্মদিবসের মধ্যে 'ই-সেবা কেন্দ্র থেকে নেয়ার সুযোগ তো থাকছেই।

 

আবেদন করতে এখানে ক্লিক করুনঃ www.eporcha.gov.bd

 


 

আবেদন করতে যা যা লাগবে

 
  • মৌজার নাম
  • খতিয়ান নম্বর
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর
  • জন্ম তারিখ
  • মোবাইল নম্বর

 


 

খরচ

 
  • সরাসরি অফিস কাউন্টার বা 'ই-সেবা কেন্দ্র থেকে নিতে চাইলেঃ প্রতি খতিয়ান ১০০ টাকা ( সার্ভিস চার্জ বাবদ ২-৩ টাকা বেশী কাটতে পারে)
  • ডাকযোগে দেশের মধ্যে যেকোন ঠিকানায় নিতে চাইলেঃ প্রতি খতিয়ান ১৪০ টাকা ( সার্ভিস চার্জ বাবদ ২-৩ টাকা বেশী কাটতে পারে)
  • টাকা পরিশোধের মাধ্যম: বিকাশ/নগদ/রকেট/উপায়/একপে বা সংশ্লিষ্ট ব্যাংক
 

আবেদন প্রক্রিয়া

 
  • www.eporcha.gov.bd/ তে গিয়ে ‘সার্ভে খতিয়ান’ এ ক্লিক করুন।
  • এরপর বিভাগ-জেলা-উপজেলা-খতিয়ানের ধরন-মৌজা সিলেক্ট করে খতিয়ান নম্বর দিয়ে খতিয়ান অনুসন্ধান করুন।
  • প্রয়োজনীয় তথ্য ও আবেদন ফি পরিশোধ করে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
  • আবেদনের সময় ‘অফিস কাউন্টার’ দিয়ে আবেদন করে থাকলে ৩ কর্মদিবস পরে ডিসি অফিসের নীচতলায় অবস্থিত ‘ই-সেবা কেন্দ্র’ হতে আবেদনপত্রটি জমা দিয়ে আপনার খতিয়ান/পর্চা সংগ্রহ করুন ।
  • আবেদনের সময় ‘ডাকযোগে’ দিয়ে আবেদন করে থাকলে খতিয়ান/পর্চা ডাকের মাধ্যমে আপনার ঠিকানায় পৌছে যাবে।
 

জরুরী ঘোষণাঃ খতিয়ান বা পর্চার আবেদন করার ৩/৪ কর্মদিবসের মধ্যেই তা ডিসি অফিস থেকে সরবরাহ করা হয়। 

 

সুতরাংজরুরী পর্চা বের করে দেয়ার নামে কারও সাথে বাড়তি লেনদেন করবেন না।

 

রেকর্ডরুম শাখা হতে সরাসরি কোন খতিয়ান বা পর্চা বিতরণ করা হয়না।

 

খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করে তিন কার্যদিবস পর

 নীচতলায় অবস্থিত -সেবা কেন্দ্র হতে সংগ্রহ করতে হবে। 

<iframe src="https://www.google.com/maps/embed?pb=!1m14!1m8!1m3!1d458.4898723683372!2d89.50651!3d23.173157!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x39ffa500051cd1d5%3A0xf45bcd9f71b3ce9f!2z4Kak4Kal4KeN4KavIOCmkyDgpq_gp4vgppfgpr7gpq_gp4vgppcg4Kaq4KeN4Kaw4Kav4KeB4KaV4KeN4Kak4Ka_IOCmheCmp-Cmv-CmpuCmquCnjeCmpOCmsCwg4Kao4Kec4Ka-4KaH4KayIOCmuOCmpuCmsA!5e0!3m2!1sen!2sbd!4v1757908690512!5m2!1sen!2sbd" width="900" height="450" style="border:0;" allowfullscreen="" loading="lazy" referrerpolicy="no-referrer-when-downgrade"></iframe>